ডেস্ক নিউজ: দেশের বাইরে সুনাম কুড়িয়েছে ছবিটি। বিখ্যাত উৎসবে জিতেছে পুরস্কারও। এবার দেশে মুক্তির পালা। তাই শুরু হয়েছে প্রচারণা। কদিন আগে প্রকাশ করা হয় অফিসিয়াল পোস্টার। এবার উন্মুক্ত করা হলো ট্রেলার। প্রকাশের পর ট্রেলারটি সাধারণ দর্শক থেকে সিনে সমালোচক, অনেকের প্রশংসা পাচ্ছে।
বলা হচ্ছে, যুবরাজ শামীম নির্মিত মস্কোজয়ী ছবি ‘আদিম’র কথা। সম্প্রতি ছবিটির ট্রেলার ছাড়া হয়েছে অন্তর্জালে। প্রায় দুই মিনিটের এই ঝলকে যেন ‘আদিম’ ভুবনে ঝটিকা সফর করিয়েছেন নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আদিম’র ট্রেলার শেয়ার করে সিনে আলোচকরা বলছেন, জীবনের সমগ্রতা যেন টঙ্গীর একটি বস্তিকে ঘিরে উঠে এসেছে ‘আদিম’র গল্পে। এমন প্রাণবন্ত চিত্রায়ন নিকট অতীতে বাংলা ভাষার সিনেমায় বিরল!
দর্শক সাড়ায় মুগ্ধ হয়ে নির্মাতা যুবরাজ বলেন, “আদিম’র ট্রেলার উন্মোচনের পর পরই সাধারণ দর্শকের পাশাপাশি সিনেমা নিয়ে যারা খোঁজখবর রাখেন, এমন অনেকে আমাকে ফোনে, মেসেঞ্জারে প্রশংসা করেছেন। শুভ কামনা জানিয়েছেন। এসব আমাকে ভীষণ আবেগাপ্লুত করছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।