ডেস্ক নিউজ: আজ ২৩ শাওয়াল (১৪ মে)। যারা এখনো ৬ রোজা রাখেননি, আজই তাদের জন্য ৬ রোজা রাখার শেষ সুযোগ! আজ রাতেই খেতে হবে সেহরি। তবেই সম্পন্ন হবে ৬ রোজা। কেননা আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ২৯ শাওয়াল (২০ মে) সন্ধ্যায় চাঁদ দেখা গেলেই শুরু হয়ে যাবে জিলকদ মাস।
শাওয়াল মাসের ছয়টি নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। বছর ঘুরে শুধু একবার শাওয়ালের এই নফল রোজার সুযোগ পাওয়া যায়। রমজান মাসজুড়ে যারা রোজা পালন করেছেন; তাদের জন্য বছরজুড়ে রোজা রাখার সাওয়াব পাওয়ার এ সুযোগ পেতে আর মাত্র ৬/৭ দিন বাকি আছে। তাই রমজানের রোজা পালনকারীদের মধ্যে যারা এখনো শাওয়ালের ৬ রোজা রাখেননি, তাদের জন্য শেষ সুযোগ শুরু আজ। কেননা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরপরই শাওয়াল মাসে ৬টি রোজা পালন করে। তবে সে যেন সারা বছরই সিয়াম বা রোজা পালন করল।’ (তিরমিজি)
অন্য হাদিসে এসেছে, হজরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং শাওয়াল মাসে ৬টি রোজা রাখলো, এটি (শাওয়ালের ৬ রোজা) তার জন্য সারাবছর রোজা রাখার সমতুল্য।’ (মুসলিম)
বছরজুড়ে রোজার সাওয়াব পাওয়ার সুযোগ এখনো বাকি আছে। যারা এখনো শাওয়াল মাসের ৬ রোজা রাখেননি তাদের জন্য এ ৬ দিন (১৫-২০ মে) শেষ সুযোগ। শাওয়াল মাস যদি ২৯ দিনে হয় তবে মাসটির ঠিক ৬ দিন বাকি আছে। আর যদি মাসটি ৩০ দিন পূর্ণ হয়, তবে সময় পাওয়া যাবে ৭ দিন।
আজ ১৪ মে (২৩ শাওয়াল) রোববার রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করলে ২০ মে (২৯ শাওয়াল) তাদের ৬টি রোজা পূর্ণ হয়ে যাবে। আর এ রোজা পালনের মাধ্যমেই পেয়ে যাবেন সারাবছর রোজা রাখার সাওয়াব।
শাওয়ালের ৬ রোজা পালন হলো রমজানের রোজা ও ইবাদত কবুলের অন্যতম নিদর্শন। রমজানের রোজা ও আমলের ভুল-ত্রুটি বা ঘাটতির পরিপূরক হিসেবেও বিবেচিত হয় শাওয়ালের এ ৬ রোজা। হাদিসে পাকে শাওয়ালের ৬ রোজার উপকারিতা ও আমল কবুলের নিদর্শন ও ঘাটতি পূরণ সম্পর্কেও ইঙ্গিত দেয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।