ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
১৫ মে ২০২৩, ০১:৫০ অপরাহ্ণ

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনীয় সেনাবাহিনীর নিক্ষেপ করা একটি ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ সংবাদমাধ্যমকে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতটি হার্ম রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও একটি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। একই সঙ্গে সাতটি হিমার্স রকেটও ধ্বংস করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি তাদের পক্ষে। কয়েক দিন আগে যুক্তরাজ্য নিশ্চিত করেছিল, দেশটির পক্ষ থেকে ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে। অস্ত্রটির নির্মার্তা প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।
এর আগে ইউক্রেনকে স্টর্ম শ্যাডো সরবরাহের ব্রিটিশ সিদ্ধান্তের প্রতি চরম নেতিবাচক মনোভাব প্রদর্শন করেছে রাশিয়া।
এদিকে, ইউক্রেন দাবি করেছে, পূর্বাঞ্চলীয় রণক্ষেত্র আভদিভকাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত ও চার ব্যক্তি নিহত হয়েছেন।