রূপচর্চায় আমের খোসা কাজে লাগাবেন যেভাবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:৪৭, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রূপচর্চায় আমের খোসা কাজে লাগাবেন যেভাবে

newsup
প্রকাশিত মে ১৬, ২০২৩
রূপচর্চায় আমের খোসা কাজে লাগাবেন যেভাবে

ডেস্ক নিউজ: অ্যান্টি-অক্সিডেন্টসহ বেশ কিছু উপকারী উপাদান মেলে পাকা আমে। এসব উপাদান যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি ত্বকের যত্নেও অনন্য। আম খাওয়ার পর খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়। রোদে পোড়া দাগ দূর হওয়ার পাশাপাশি উজ্জ্বল ও মোলায়েম হবে ত্বক। জেনে নিন কোন উপায়ে ত্বকের যত্নে কাজে লাগাবেন আমের খোসা।

স্ক্রাবার হিসেবে

ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর করতে বানিয়ে ফেলতে পারেন স্ক্রাবার। এজন্য আমের খোসা পিষে এর সঙ্গে মেশান কফি পাউডার। ত্বক অতিরিক্ত তেলতেলে না হলে অল্প একটু নারিকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকে ভালো করে ঘষুন। এরপর অপেক্ষা করুন ১৫ মিনিট। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

ত্বক মসৃণ করতে

২ চা চামচ কাঁচা দুধ, ৩ চা চামচ আমন্ড বাটা ও ১ চামচ ওটসের সঙ্গে বেটে নিন আমের খোসা। এই প্যাক ত্বকে পুরু করে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে মোলায়েম।

রোমকূপ সংকুচিত করতে

আম ফ্রিজ থেকে বের করে খোসা ছাড়িয়ে নিন। ঠান্ডা খোসা ত্বকে চক্রাকারে বুলিয়ে নিন। এতে ত্বক শিথিল হয় এবং রোমকূপের ছিদ্র সংকুচিত হতে থাকে। ব্রণের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

রোদে পোড়া ত্বকের যত্নে

আমের খোসা বেটে লেবুর রস মেশান। প্যাকটি ত্বকের রোদে পোড়া অংশে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন।

উজ্জ্বল ত্বকের জন্য

একটি আমের খোসা বেটে নিন। এর সঙ্গে মেশান ১ চা চামচ দুধ ও ১ চা চামচ মধু। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এছাড়া আমের খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন ত্বকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।