ফাহিম-কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ফাইনালে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪৬, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফাহিম-কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ফাইনালে

newsup
প্রকাশিত মে ১৬, ২০২৩
ফাহিম-কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ফাইনালে

ডেস্ক নিউজ: ম্যাচের শুরুর দিকে এমফন উদোহ ভয় ধরিয়ে দিয়েছিলেন। একাই দুটো সুযোগ থেকে গোল করতে পারলে এগিয়ে যেতে পারতো শেখ রাসেল। কিন্তু তা হয়নি। বিপরীতে কিছুটা গুছিয়ে নিয়ে আবাহনী লিমিটেড প্রথমার্ধের শেষ দিকে এসে ঝলক দেখায়। এই রেশ ছিল শেষ পর্যন্ত। ফয়সাল আহমেদ ফাহিম ও দানিয়েল কলিনদ্রেসের নৈপুণ্যে আবাহনী ৩-০ গোলে শেখ রাসেলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে ফাহিমের জোড়া গোলের সঙ্গে অন্যটি কলিনদ্রেসের।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই জায়ান্টের ম্যাচটিতে কম উত্তেজনা ছিল না। শুরুর দিকে শেখ রাসেল দুই গোলে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেছে। নাইজেরিয়ান স্ট্রাইকার উদোহর ভাগ্য সুপ্রসন্ন ছিল না। দুটো সুযোগই নষ্ট করে দলকে গোল বঞ্চিত করেছেন।
ম্যাচ ঘড়ির ৮ মিনিটে হেমন্তের মাপা ক্রসে উদোহ পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার শহীদুল আলম সোহেলকে কাটিয়ে ঠিকঠাক প্লেসিং করতে পারেননি। বল গিয়ে সাইড নেটে আঘাত হানে।

১২ মিনিটে উদোহ বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে লক্ষ্যে শট নিলেও তা সরাসরি গোলকিপার শহীদুলের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচে আবাহনী কম সুযোগ পায়নি।

২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফাহিমের মাটি গড়ানো শট দূরের পোস্ট দিয়ে যায়। ৩৫ মিনিটে কলিনদ্রেসের ফ্রি-কিক যায় পোস্টের বাইরে দিয়ে।

দুই মিনিট পর আবাহনীর সমর্থকদের মুখে হাসি। রেজাউলের লং বল থেকে কলিনদ্রেস বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলকিপার রানাকে পরাস্ত করেন। বল পোস্টের নিচে লেগে জড়িয়ে যায় জালে। এর আগে শুরুতে ডিফেন্ডার মনির হোসেন চেষ্টা করেও পারেননি কলিনদ্রেসকে আটকাতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।