লন্ডন প্রতিনিধি: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আকস্মিক যুক্তরাজ্য সফরের পর এ সিদ্ধান্তের কথা জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বলেছে, যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনকে শতাধিক বিমান প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দেবে বলে নিশ্চিত করেছে। পাশাপাশি কিয়েভকে ২০০ কিলোমিটারেরও (১২৪ মাইল) বেশি দূরত্বে হামলা করতে পারে এমন ড্রোনও দেওয়া হবে। যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে নিজের দ্বিতীয় সফরে কট্টর মিত্র দেশকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সেখানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধটি শুধু ইউক্রেনের নিরাপত্তার সঙ্গে জড়িত নয়, পুরো ইউরোপের জন্যই এ যুদ্ধে ইউক্রেনের জয়লাভ করাটা গুরুত্বপূর্ণ।
যুক্তরাজ্য গত সপ্তাহেই ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। যুক্তরাজ্যই প্রথম কোনো পশ্চিমা দেশ, যারা ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার ঘোষণা দিলো। এখন কিয়েভকে আরও অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য। সুনাকের সঙ্গে বৈঠকের আগে টুইট করেন জেলেনস্কি। তিনি বলেন, স্থল ও আকাশে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাজ্য নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।