ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, গত কয়েক দিনে বাখমুতের উত্তর ও দক্ষিণের বেশ কিছু পরিমাণ ভূখণ্ড মুক্ত করা হয়েছে। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এই দাবির কথা টেলিগ্রামে জানিয়েছেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
প্রায় নয় মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেন এত দিন রুশ আক্রমণ ঠেকিয়ে শহরটি রক্ষা করে যাচ্ছিল। সম্প্রতি তারা সেখানে স্থানীয়ভাবে সীমিত পাল্টা আক্রমণ শুরু করেছে রুশ সেনাদের ওপর।
হান্না মালিয়ার বলেছেন, আমাদের সেনারা বাখমুতের দক্ষিণ ও উত্তরের শহরতলীতে ২০ বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে।
তার এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে সিএনএন যাচাই করতে পারেনি। তবে যুদ্ধের পর্যবেক্ষকদের ধারণা, ইউক্রেনের অগ্রগতি আরেকটু কম হতে পারে।
ইউক্রেনীয় উপ-প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন, বাখমুতের দিকে এখনও অগ্রসর হচ্ছে রুশ সেনাবাহিনী। তারা প্যারাট্রুপার মোতায়েন করছে এবং কামানের গোলাবর্ষণ করে শহরটিকে ধ্বংস করে দিচ্ছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।