ডেস্ক রিপোর্ট: ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হলো বাংলাদেশ থেকে আসা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি দেখে দেশি-বিদেশি আমন্ত্রিত দর্শকরা মুগ্ধতা প্রকাশ করেন। ২০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে ছিল এই প্রদর্শনী।
মা ছবির কনসেপ্ট ও চিত্রগ্রহণের দারুণ প্রশংসা করেন দর্শকরা। দর্শক সারিতে বাংলাদেশি সংবাদকর্মী-অতিথি ছাড়াও ছিলেন আমেরিকান, ফরাসি, চীনা, ব্রাজিলিয়ান ও ইরানের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারা প্রত্যেকে নিজেদের দেশের সিনেমার প্রচারণা করতে এবং অন্য দেশগুলোর ছবির খোঁজ নিতে কান উৎসবে এসেছেন। এর অংশ হিসেবে এদিন বিভিন্ন দেশের পেশাদার চলচ্চিত্রকর্মীরা বাংলাদেশের ছবিটি দেখেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।