যুক্তরাষ্ট্র অফিস: অ্যাপলের প্রথম ‘কিউব’ দোকান। ২০০৬ সালের এই দিনে অ্যাপল কম্পিউটার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাদের দ্বিতীয় খুচরা দোকান চালু করে। এটি কিউব শপ নামে পরিচিত।
২০০৬ সালের এই দিনে অ্যাপল কম্পিউটার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাদের দ্বিতীয় খুচরা দোকান চালু করে। নিউইয়র্কের ৭৬৭ ফিফথ এভিনিউয়ে জেনারেল মোটরস ভবনের ভূতলে (আন্ডারগ্রাউন্ড) ২০ হাজার বর্গফুটের এই দোকানের অবস্থান। এটি কিউব শপ নামে পরিচিত।
উদ্বোধনের দিন দর্শনার্থীরা ঘণ্টার পর ঘণ্টা দোকানে প্রবেশের জন্য দাঁড়িয়ে ছিলেন। এটি ২৪ ঘণ্টা খোলা থাকে। কাচের তৈরি ৩২ ফুট উচ্চতার কিউবের কারণে রাস্তা থেকে দোকানটি চোখে পড়ত। এই দোকানের নকশা করেছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। খরচ হয়েছিল ৯০ লাখ ডলার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।