সিসিক নির্বাচনে মেয়র পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সিসিক নির্বাচনে মেয়র পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

newsup
প্রকাশিত মে ২৩, ২০২৩
সিসিক নির্বাচনে মেয়র পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

ডেস্ক নিউজঃ আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩৮৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৬৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে এ নির্বাচনের মনোয়নয়নপত্র জমাদানের সময়।

মেয়র পদে যে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাদের সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন। আর সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে ৯৪ জন কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ৮৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ২৮৭ জন।

সিসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন বলেন, রিটার্নিং অফিসার ও ওয়ার্ড ভিত্তিক সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ১১ জন। যার মধ্যে দলীয় প্রতীকের প্রাথী রয়েছেন ৪ জন। তারা হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি)।

মনোনয়ন দাখিল করা অন্য স্বতন্ত্র মেয়র প্রার্থীরা হলেন- মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

সাধারণ ওয়ার্ডগুলোর (পুরুষ কাউন্সিলর) মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ১নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৭ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৯ জন, ৯নং ওয়ার্ডে ২ জন, ১০নং ওয়ার্ডে ৬ জন, ১১নং ওয়ার্ডে ৪ জন, ১২নং ওয়ার্ডে ২ জন, ১৩নং ওয়ার্ডে ৫ জন, ১৪নং ওয়ার্ডে ৪ জন, ১৫নং ওয়ার্ডে ৬ জন, ১৬ নং ওয়ার্ডে ৭ জন, ১৭নং ওয়ার্ডে ৩ জন, ১৮নং ওয়ার্ডে ৭ জন, ১৯ নং ওয়ার্ডে ২ জন, ২০ নং ওয়ার্ডে ৪ জন, ২১নং ওয়ার্ডে ৪ জন, ২২নং ওয়ার্ডে ৭ জন, ২৩নং ওয়ার্ডে ৫ জন, ২৪নং ওয়ার্ডে ৬ জন, ২৫নং ওয়ার্ডে ৫ জন, ২৬ নং ওয়ার্ডে ৪ জন, ২৭নং ওয়ার্ডে ৭ জন, ২৮নং ওয়ার্ডে ৯ জন, ২৯নং ওয়ার্ডে ১০ জন, ৩০নং ওয়ার্ডে ১৯ জন, ৩১নং ওয়ার্ডে ৮ জন, ৩২নং ওয়ার্ডে ১০ জন, ৩৩নং ওয়ার্ডে ১৭ জন, ৩৪নং ওয়ার্ডে ১৭ জন, ৩৫নং ওয়ার্ডে ৩ জন, ৩৬নং ওয়ার্ডে ৭ জন, ৩৭নং ওয়ার্ডে ১৩ জন, ৩৮নং ওয়ার্ডে ৯ জন,৩৯নং ওয়ার্ডে ৭ জন, ৪০নং ওয়ার্ডে ৮ জন, ৪১নং ওয়ার্ডে ১১ জন এবং ৪২নং ওয়ার্ডে ১০ জন।

সংরক্ষিত ১৪ ওয়ার্ডের (মহিলা কাউন্সিলর) মধ্যে ১নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৯ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৫ জন, ১০নং ওয়ার্ডে ৯ জন, ১১নং ওয়ার্ডে ৯ জন, ১২নং ওয়ার্ডে ৯ জন, ১৩নং ওয়ার্ডে ১৩ জন ও ১৪নং ওয়ার্ডে ৬ জন।

প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে, এবং প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।