ডেস্ক নিউজঃ জাপান, পাপুয়া নিউগিনির পর অস্ট্রেলিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের একটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। আর সেখানেই তিনি বললেন, মোদিই আমাদের দ্যা বস।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনিতে অনাবাসী ভারতীয়দের সভায় মঙ্গলবার হাজির ছিলেন মোদি এবং অ্যালবানিজি। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রিয় সঙ্গীত তারকা ব্রুস স্প্রিংস্টিনের তুলনা করেন তিনি। রক সঙ্গীতের মহানায়ক তার অনুরাগীদের কাছে বিশ্ব জুড়ে ‘দ্য বস’ নামে পরিচিত।
প্রসঙ্গত, বিদেশ সফরের শুরুতে বৃহস্পতিবার জাপানে গিয়েছিলেন মোদি। সেখানে তিনি যোগ দেন জি৭ শীর্ষ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়া সফর বাতিল করায় সেখানেই হয় কোয়াড সম্মেলন। এর পর প্রধানমন্ত্রী গিয়েছিলেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে। সেখান থেকেই অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছেন মোদি।
পাপুয়া নিউ গিনিতেও মোদি পেয়েছিলেন অন্যরকম অভ্যর্থনা। পাপুয়া নিউ গিনির একটি বিমানবন্দরে মোদি বিমান থেকে নামতেই তাকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে। এর পরপরই নরেন্দ্র মোদির পা ছুঁয়ে তাকে প্রণাম করেন তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।