বেলগোরোদে আবারও হামলার হুমকি আরডিকের - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বেলগোরোদে আবারও হামলার হুমকি আরডিকের

newsup
প্রকাশিত মে ২৫, ২০২৩
বেলগোরোদে আবারও হামলার হুমকি আরডিকের

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে আবারও অনুপ্রবেশ করে হামলার হুমকি দিয়েছে রুশ ভলান্টিয়ার কর্পস (আরডিকে) নামক আধাসামরিক বাহিনী। আরডিকের নেতা ডেনিস কাপুস্তিন এমন হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।

বেলগোরোদে আন্তঃসীমান্ত হামলার দায় স্বীকার করেছে রুশ ভলান্টিয়ার কর্পস (আরডিকে) ও লিবার্টি রাশিয়া লিজিয়ন (এলএসআর)। ইউক্রেন থেকে রাশিয়ায় অনুপ্রবেশ করে অঞ্চলটিতে হামলা চালায় তারা। ডেনিস বলেন, ‘অঞ্চলটিতে আমাদের আবার দেখা যাবে বলে আশাবাদী আমি’। হামলার প্রায় ২৪ ঘণ্টা পর রুশ ভূখণ্ড ছাড়ার আগে রাশিয়া থেকে কিছু অস্ত্র জব্দ করতে পেরেছেন বলে দাবি করেন কাপুস্তিন। জব্দ করা অস্ত্রের মধ্যে একটি রুশ সাঁজোয়া যানও আছে বলেন তিনি। ইউক্রেনে প্রবেশ করে সাংবাদিকদের কাপুস্তিন বলেন, ‘অভিযানের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।