যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দীর্ঘমেয়াদে পরিবর্তন আনবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২১, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দীর্ঘমেয়াদে পরিবর্তন আনবে

newsup
প্রকাশিত মে ২৫, ২০২৩
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দীর্ঘমেয়াদে পরিবর্তন আনবে

ডেস্ক রিপোর্ট: মার্কিন নতুন ভিসা নীতি অনুসৃত হলে দীর্ঘমেয়াদে নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলটি বলেছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের কয়েকটি ধারা অনুযায়ী নতুন যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে, তাতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের এ অবস্থান ব্যক্ত করেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

বিবৃতিতে বলা হয়, যদিও এটা খুবই দুঃখজনক যে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর এ রকম ভিসা নীতি আমাদের দেশের জন্য অবমাননাকর। কারণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন হওয়াটাই ছিল স্বাভাবিক ব্যাপার। এটা এমন এক মৌলিক অধিকার যা পেতে আমাদেরকে দীর্ঘ সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ বন্ধুপ্রতিম উন্নয়ন সহযোগী দেশসমূহ বারবার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে আসছিল। ঘোষিত এই ভিসা নীতি তারই গুরুত্বপূর্ণ প্রতিধ্বনি বলে আমরা ধারণা করছি।

এবি পার্টি বিশ্বাস করে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে জনমত প্রকাশ ও ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক কাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তা বলবৎ রেখে বিদ্যমান কাঠামোয় শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণ এবং জাতীয় নির্বাচনে জনগণের স্বাধীন মতামত প্রকাশের পরিবেশ তৈরি সম্ভব নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।