অত্যাধুনিক সাবমেরিন কিনতে যাচ্ছে পোল্যান্ড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৯, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অত্যাধুনিক সাবমেরিন কিনতে যাচ্ছে পোল্যান্ড

newsup
প্রকাশিত মে ২৫, ২০২৩
অত্যাধুনিক সাবমেরিন কিনতে যাচ্ছে পোল্যান্ড

লন্ডন প্রতিনিধি: আগামী বছর সাবমেরিন ক্রয়ের একটি কর্মসূচি শুরুর পরিকল্পনা করছে ইউক্রেনের প্রতিবেশী ইউরোপীয় দেশ পোল্যান্ড। বুধবার (২৪ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক এ পরিকল্পনার কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে গড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে এটিকেই বিবেচনা করছে বিশ্ব। এ অবস্থায় রাশিয়া ও ইউরোপের পার্শ্ববর্তী দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে গেছে। তাই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পদক্ষেপ নিচ্ছে পার্শ্ববর্তী পোল্যান্ডসহ অন্যান্য দেশ।

মারিউস বলেন, “আমরা ‘ওরকা’ প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছি। এই বছর আমরা সাবমেরিন ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তির ক্রয় নিয়ে একটি পদ্ধতি চালু করার পরিকল্পনা করছি। অত্যাধুনিক সাবমেরিন ক্রয়ের প্রকল্পকে ‘ওরকা’ প্রকল্প বলে অভিহিত করছে পোল্যান্ড।

পার্শ্ববর্তী দেশ ইউক্রেনে রুশ আগ্রাসনের ভয়াবহতা দেখে সামরিক খাতে ব্যয় বাড়িয়ে দিয়েছে পোল্যান্ড। সামরিক বাহিনীতে জনবল দ্বিগুণ করার পাশাপাশি ২০২৩ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে মোট জিডিপির প্রায় ৪ শতাংশ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।