যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের ৫০০ কর্মী ছাঁটাই - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের ৫০০ কর্মী ছাঁটাই

newsup
প্রকাশিত মে ২৫, ২০২৩
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের ৫০০ কর্মী ছাঁটাই

যুক্তরাষ্ট্র অফিস: দেউলিয়া হওয়ার পর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) অন্তত ৫০০ কর্মী ছাটাই করলো ‘ফার্স্ট সিটিজেন’ নামক নতুন মালিক কোম্পানি। এর মাধ্যমে কোম্পানিটিতে কর্মরত কর্মীদের ৩ শতাংশ ছাঁটাই হয়েছে। দুই মাস আগে ব্যাংকটি দেউলিয়া হওয়ার পর সেটি কিনে নেয় নতুন এই কোম্পানি। এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৫ মে) বিবিসি এ খবর জানিয়েছে।

চলতি বছরের শুরুতে ব্যাংকটি কেমন সমস্যার সম্মুখীন হয়েছিল তা নিয়ে কথা বলেন ফার্স্ট সিটিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক। তিনি বলেন, ‘কর্মী ছাঁটাইয়ের প্রভাব ব্যাংকটির গ্রাহকদের ওপর পড়বে না।’

তিনি আরও বলেন, ‘ভারতে সিলিকন ভ্যালির সহযোগী দলের ওপরও কোনও প্রভাব পড়বে না।’

সিলিকন ভ্যালিসহ আরও দুই মার্কিন ব্যাংকের পতনের পর বিস্তৃত ব্যাংকিং সংকটের আশঙ্কা তৈরী হয়। ফলে প্রায় সব ব্যাংকই এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করে। দেউলিয়া হওয়ার পর মাত্র ১ পাউন্ড প্রতীকী মূল্যের বিনিময়ে সিলিকন ভ্যালির যুক্তরাজ্য শাখা কিনে নেয় এইচএসবি নামক জায়ান্ট কোম্পানি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।