নিষেধাজ্ঞা কই - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

নিষেধাজ্ঞা কই

newsup
প্রকাশিত মে ২৬, ২০২৩
নিষেধাজ্ঞা কই

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা তাকিয়ে ছিল নিষেধাজ্ঞা আসবে কবে, শেখ হাসিনার ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আশায় আশায় কেউ যায় লন্ডনে, কেউ যায় ওয়াশিংটনে, লবিস্ট নিয়োগ করে। ভিসা নীতি আসলো, নিষেধাজ্ঞা কই? এখানে তো নিষেধাজ্ঞার কিছু নেই।’

শুক্রবার (২৬ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের চেষ্টাকারী আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ভিসা পলিসি দেখে বিএনপির রাতের ঘুম হারাম, দিনের আরাম হারাম। তারা ভয় পেয়ে গেছে। মির্জা ফখরুল কথা বলে মুখ লুকিয়ে, মুখ শুকিয়ে গেছে। কারণ সেখানে যেগুলো নেগেটিভ সবই তাদের জন্য। কথায় কথায় আগুন, বাসে আগুন, গাছ কাটে, বিদ্যুতের স্টেশনে আগুন দেয়, ভূমি অফিস পুড়িয়ে দেয়, রেললাইন পুড়িয়ে দেয়, হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারে; এই অপরাজনীতি ভিসা নীতির মধ্যে এই বিষয়গুলো পড়ে। আমরা তো তো নির্বাচন করতে চাই। আমরা বাধা দেবো কেন? যারা বাধা দেয়, তাদের বিরুদ্ধে আপনাদের (যুক্তরাষ্ট্র) এই পলিসি কার্যকর হয় কিনা আমরা দেখবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।