আরও প্লাস হয়েছে - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আরও প্লাস হয়েছে

newsup
প্রকাশিত মে ২৬, ২০২৩
আরও প্লাস হয়েছে

ডেস্ক রিপোর্ট: উন্মুক্ত পাখির মতো পরীমণির জীবন। নিজের ইচ্ছে-আনন্দে চলতেন। যখন যা মনে হতো, সেটাই বলে ফেলতেন। তার আবেগী মনের নানা কাজ কখনও বাহবা পেয়েছে, কখনও খামখেয়ালিতে মাথা পেতে নিয়েছেন সমালোচনা। কিন্তু জীবনের গতিপথে পরিবর্তন আনেননি।

সেই পরী এখন অনেকখানি পরিণত, অনেকটা চুপচাপ। এখন তার সমস্ত ভাবনা সংসার আর সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে। শোবিজকেন্দ্রিক আয়োজনে এখন তার হইহুল্লোড় দেখা যায় না।

এসব পরিবর্তন প্রসঙ্গেই জানতে চাওয়া হয় নায়িকার কাছে। জবাবে পরীমণি বললেন, ‘আমি কি বদলে গেছি? আমার তো মনে হয় কোনও কিছু মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে। মাতৃত্ব যোগ হয়েছে। মাতৃত্ব তো অনেক দারুণ কিছু। হইহুল্লোড় এখন আরও বেশি হচ্ছে। কারণ আমার সঙ্গে আমার বাচ্চা হইহুল্লোড় করছে।’
মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘মা’। ছবির প্রথম শো দেখার জন্য ছেলেকে নিয়ে ছুটে যান মিরপুরের সনি স্কয়ারে। সেখানেই মুখোমুখি হন গণমাধ্যমের। আর বলেন, ‘এই ছবিতে দেশ, যুদ্ধ, একজন মা, অনেক কিছুই আছে। সিনেমাটা আমার কাছে একেবারে নিজের বাচ্চার মতো। অন্তরের খুব কাছের। এতদিন এটা আমার, আমাদের ছিল। এখন আপনাদের (দর্শক) হাতে তুলে দিয়েছি। তাই এই সিনেমাটা আপনাদের।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।