অস্তিত্ব হারানোর ঝুঁকিতে ইমরান খান - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

অস্তিত্ব হারানোর ঝুঁকিতে ইমরান খান

newsup
প্রকাশিত মে ২৬, ২০২৩
অস্তিত্ব হারানোর ঝুঁকিতে ইমরান খান

ইন্টারন্যাশনাল ডেস্ক: লাহোরের অভিজাত এলাকা জামান পার্ক এলাকায় নিজের সুরক্ষিত বাড়িতে অবস্থান নেওয়া ইমরান খানকে ক্রমশ অবরুদ্ধ ও বিচ্ছিন্ন মনে হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী দেশটির সাবেক প্রধানমন্ত্রীর দলের বিরুদ্ধে দেশজুড়ে দমনপীড়ন শুরু করার পর এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

৯ মে ইমরান খানকে গ্রেফতারের পর তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই সহিংসতার ঘটনায় দলটির দশ হাজারের বেশি কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখন কারাগারে। দুই ডজনের বেশি নেতা চলতি সপ্তাহে দল ছেড়েছেন। আরও অনেকে ইমরানের সঙ্গ ছাড়তে পারেন।

প্রকাশ্যে সরকার ও সেনাবাহিনী বলছে, তারা রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তিতে হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করছে। ঘটনার নেপথ্যে অন্য কিছু। পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তা এত বেড়েছে যে তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, এমন একটি অবস্থান দেশটিতে স্বীকৃতি পেয়েছে। ফলে অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে তার দলের শক্তি খর্ব করা হচ্ছে। সেনাবাহিনীর চিন্তাভাবনার সঙ্গে পরিচিত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এমন ইঙ্গিত দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।