ডেস্ক রিপোর্ট: মেডিটেশন বা ধ্যানে মেলে মানসিক প্রশান্তি- এটা কমবেশি সবাই জানি আমরা। এছাড়া আরও নানাভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন আনে মেডিটেশন। মনের পাশাপাশি শরীরও ভালো থাকে নিয়মিত ধ্যানচর্চা করলে। দুশ্চিন্তা কিংবা উদ্বেগ দূর করতে দারুণ কার্যকর মেডিটেশন। দূর করে বিষণ্ণতা।
নিজের সঙ্গে নিজের সম্পর্ক ভালো হয়, পক্ষান্তরে নিজেকে বুঝতে প্যারা সহজ হয়।একাগ্রতা বাড়ায় ধ্যান। এতে কাজে মনোনিবেশ করা সহজ হয়। সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে মেডিটেশন। নেতিবাচক চিন্তা দূর করতে সহায়তা করে। সহনশীলতা বাড়ায় মেডিটেশন। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনা শেখাতে সাহায্য করে। প্রশান্তিময় ঘুমে ভূমিকা রাখে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।