ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত নানা হিসাব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৩৫, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত নানা হিসাব

newsup
প্রকাশিত মে ২৬, ২০২৩
ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত নানা হিসাব

স্পোর্টস ডেস্কআহমেদাবাদে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে টস নির্ধারিত সময়ে হচ্ছে না। বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টস হওয়ার কথা, ম্যাচ শুরু ৮টায়।

ম্যাচের ফল বের করতে অপেক্ষা করা হবে স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। তখন দুই দল পাঁচ ওভার করে ম্যাচ খেলবে। সুপার ওভারে খেলা নিষ্পত্তি করার শেষ সময় ১২টা ৫০ মিনিট।

তারপরও যদি খেলা শুরু না হয়, ম্যাচ ভেস্তে যায়। তখন ফাইনালে যাবে কোন দল? সেক্ষেত্রে এগিয়ে আছে গুজরাট। কারণ তারা লিগ টেবিলে মুম্বাইয়ের চেয়ে এগিয়ে ছিল। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর মুম্বাই ১৬ পয়েন্ট নিয়ে ছিল চারে। মানে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে লিগ শেষ করা দলই চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে খেলার টিকিট পাবে।

প্রথম কোয়ালিফায়ারে গুজরাট ১৫ রানে হেরে যায়। টানা দ্বিতীয় শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে তারা মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের। আর এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে ষষ্ঠ শিরোপা মিশনে টিকে আছে মুম্বাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।