মিলিশিয়া নেতার ১৮ বছরের কারাদণ্ড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:১৯, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মিলিশিয়া নেতার ১৮ বছরের কারাদণ্ড

newsup
প্রকাশিত মে ২৬, ২০২৩
মিলিশিয়া নেতার ১৮ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গায় ভূমিকার জন্য অতি-ডান এক মিলিশিয়া নেতাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মিলিশিয়া নেতার নাম স্টুয়ার্ট রোডস। ওথ কিপারের প্রতিষ্ঠাতা রোডসকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রসহ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্ত কাউকে এতো লম্বা সময়ের জন্য সাজা দেওয়া হয়নি। যদিও প্রসিকিউটররা ২৫ বছরের জেল চেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন আগের বছরের নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন ক্যাপিটলে ঢুকে পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।