ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা সভা-সমাবেশে বাধা দেবে, গুম-খুনের সঙ্গে জড়িত থাকবে, ভোট চুরি করবে ও মিথ্যা মামলা দিয়ে নির্বাচনের ব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে তাদের তালিকা করে আমেরিকার ভিসা বন্ধ হয়ে যাবে।’
শনিবার (২৭ মে) বিকালে নোয়াখালীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিপলকের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ‘ভিসার এই নীতিমালা প্রধানমন্ত্রীর দফতরে এসেছে ৩ মে। কিন্তু চিঠি তারা পকেটে লুকিয়ে রেখেছে। কেন লুকিয়ে রেখেছে? কারণ যুক্তরাষ্ট্র বলেছে আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। ভিসা নীতিমালার বিষয়টি আমরা জানতে পেরেছি, যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটের মাধ্যমে। এটা পুরো জাতিকে লজ্জিত করেছে তারা।’
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।