স্পোর্টস ডেস্ক: আগামী মাসে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন গন্তব্য নিয়ে এখনও ফিসফাস চলছে। আর্থিক সংকটের বাধা সত্ত্বেও ন্যু ক্যাম্পে তার ফেরার ব্যাপারে আলোচনা জোরেশোরে হচ্ছে। যদি তিনি ফেরেন, তবে তাকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, মেসি ফিরলে তাকেই অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সা। ২০২১ সালে ফরাসি ক্লাবে যাওয়ার আগেও কাতালান জায়ান্টদের নেতৃত্ব দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তার বিদায়ের পর সার্জিও বুশকেটস আর্মব্যান্ড পান।
চলতি মৌসুমের পর বুশকেটস ও আরেক সিনিয়র খেলোয়াড় জর্ডি আলবা চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ৩৫ বছর বয়সী মেসিকে ফিরিয়ে তার হাতে আর্মব্যান্ড দেওয়ার পরিকল্পনা করছে বার্সা। আর যদি তাকে ফেরানো সম্ভব না হয়, রবার্ট লেভানডোভস্কি কিংবা রোনাল্ড আরাউজো হবেন দলের নতুন অধিনায়ক।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।