স্পোর্টস ডেস্ক: সপ্তাহখানেক ধরে শুবমান গিল যা করেছেন, তাতে এখন তিনি ভারতের ক্রিকেটের উজ্জ্বল তারকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চোখ ধাঁধানো ইনিংসের পর প্রশংসার সুনামিতে ভাসছেন গুজরাট টাইটান্সের এই ব্যাটার। প্রথম ক্লাব হিসেবে টুর্নামেন্টে টানা ফাইনালে ওঠার পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া বললেন, সুপারস্টার হতে যাচ্ছেন গিল।
মুম্বাইকে ৬২ রানে হারাতে ১২৯ রানের ইনিংস খেলেন গিল। এটাকেই আইপিএলে এতদিনের সেরা ইনিংস বললেন তিনি। চার ইনিংসে তার তৃতীয় সেঞ্চুরিতে ভর করে গুজরাট ৩ উইকেটে করে ২৩৩ রান। পরে মোহিত শর্মার দুর্দান্ত বোলিংয়ে ১৮.২ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বাই। আগামী রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে গুজরাট।
ম্যাচসেরা গিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি এটাই সম্ভবত আইপিএলে আমার খেলা সেরা ইনিংস।’ অধিনায়ক হার্দিক তার দলের ওপেনারের প্রশংসা করেছেন, ‘আজকের ইনিংস ছিল অন্যতম সেরা, তাকে অস্থির হতে দেখা যায়নি। মনে হচ্ছিল কেউ বল ছুড়ছিল, আর সে বল মারছিল। সে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুপারস্টার হবে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।