লন্ডন প্রতিনিধি: রুশ দখলকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়া পারমাণবিক চুল্লিতে বড় ধরণের হামলা চালাতে পারে মস্কো। ইউক্রেনের দীর্ঘ পরিকল্পিত পাল্টা হামলা ভেস্তে দিয়ে দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া এমন পরিকল্পনা করছে বলে দাবি কিয়েভের। জাপোরিজ্জিয়া চুল্লিটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র। অঞ্চলটিতে বারবার গোলাবর্ষনের জন্য একে অপরকে দায়ী করে আসছে মস্কো ও কিয়েভ।
কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর বলছে, চুল্লিটিতে শিগগিরই গোলাবর্ষণ করে তেজষ্ক্রিয় রশ্মি ছড়ানোর দাবি করতে পারে রুশ সেনারা। ফলে ঘটনাটির তদন্ত করতে আন্তর্জাতিক কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেবে। এভাবে পাল্টা হামলা নস্যাৎ করার পরিকল্পনা করছে ক্রেমলিন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এমন কথা বলে গোয়েন্দা বিভাগ। কিয়েভের দাবি, চুল্লিটিতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়মিত পরিদর্শন ব্যাহত করেছে রাশিয়া। এমন দাবির কোনও প্রমাণ দেয়নি তারা। তবে এ বিষয়ে এমন কোনও কথা বলেনি সংস্থাটি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।