যুক্তরাষ্ট্র অফিস: হাঁসের বাচ্চাদের ব্যস্ত চৌরাস্তা থেকে নিরাপদ স্থানে নিতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮ টা ১৫ মিনিটে ক্যালিফর্নিয়ায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
ক্যালিফোর্নিয়ার সেই ৪১ বছরের ব্যক্তির নাম ক্যাসি রিভারা। ক্যালিফর্নিয়ার উত্তর-পূর্ব স্যাক্রামেন্টো শহর থেকে ২৫ মাইল দূরে রকলিনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন এক কিশোর চালক। অবশ্য তাকে এখনও গ্রেফতার করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, দুর্ঘটনার আগে হাঁসগুলোকে নিরাপদে রাস্তা পার করে দিয়েছিলেন রিভারা। এক বিবৃতিতে রকলিনের পুলিশ জানিয়েছে, ‘রাস্তা পার হতে থাকা হাঁসের বাচ্চাদের তিনি সাহায্য করছিলেন বলে জানা গেছে। তবে যেহেতু সেই ব্যক্তি মাঝ রাস্তায় ছিলেন, এক কিশোর গাড়ি চালক এমন দুর্ঘটনা ঘটায়।’
সামার পিটারসন নামক একজন প্রত্যক্ষদর্শী জানান, “সবাই বলছিল, ‘ঘটনাটি খুবই সুন্দর, তিনি খুবই মহানুভব’। এবং হঠাৎ করেই এক গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটে।”
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।