টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪৫, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


 

টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান

newsup
প্রকাশিত মে ৩০, ২০২৩
টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান

ডেস্ক রিপোর্ট: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালের লড়াই মানে টানটান উত্তেজনা, অন্যরকম ‘যুদ্ধ’। তাই তো ফেডারেশন কাপে ট্রফি জয়ের ম্যাচে উত্তেজনার পারদ চেপে বসেছিল সবার মাঝেই। সুলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকের পরও আট গোলের ম্যাচে ১২০ মিনিটে ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ভাগ্য পরীক্ষায় নামতে হয়েছে। সেখানে আবাহনীকে ৪-২ গোলে হারিয়ে ১৪ বছর পর মোহামেডান শিরোপা জিতে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে।

টাইব্রেকারে মোহামেডানের হয়ে গোল পেয়েছেন সুলেমানে দিয়াবাতে, আলমগীর কবির রানা, রজার ও কামরুল ইসলাম। তৃতীয় শটে শাহরিয়ার ইমনকে ঠেকান গোলকিপার সোহেল।

বিপরীতে শুরুতে আবাহনীর রাফায়েল অগাস্তোর শট গোলকিপার আহসান হাবিব বিপু ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন। এমেকা ও ইউসেফ মোহাম্মদ গোল করলেও কলিনদ্রেসের শট রুখে দিয়ে বিপু হন জয়ের অন্যতম নায়ক। এর আগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের খেলা শেষে স্কোর ৪-৪ গোলে সমতায়। শুরুর দিকে রাফায়েল ও বাবলুর প্রচেষ্টা রুখে দিয়ে মোহামেডানকে ম্যাচে রাখেন গোলকিপার সুজন। ১০৫ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। দিয়াবাতেকে পা টেনে ফেলে দেন আবাহনীর গোলকিপার সোহেল। রেফারি পেনাল্টির বাঁশি দেন। স্পট কিক থেকে দিয়াবাতে জোরালো শটে নিজের চতুর্থ গোল করে দলকে লিড এনে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।