বিধ্বস্ত হয়ে সাগরে উ. কোরিয়ার প্রথম ‘গুপ্তচর’ স্যাটেলাইট

Daily Ajker Sylhet

newsup

৩১ মে ২০২৩, ০২:৫৭ অপরাহ্ণ


বিধ্বস্ত হয়ে সাগরে উ. কোরিয়ার প্রথম ‘গুপ্তচর’ স্যাটেলাইট

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথমবার মহাকাশের উদ্দেশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হলো উত্তর কোরিয়ার। দেশটির সরকার দাবি করেছে, বুধবার উৎক্ষেপণের কিছুক্ষণ পর ত্রুটির কারণে স্যাটেলাইটটি সাগরে বিধ্বস্ত হয়।

৩১ মে থেকে ১১ জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছিল উত্তর কোরিয়া। প্রতিক্রিয়ায় গত সোমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেয় জাপান। গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ছিল উত্তর কোরিয়ার গতিবিধির ওপর।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি (কেসিএনএন) জানিয়েছে, উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট ‘চেওলিমা-১’ কোরিয়ার পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়েছে। প্রথমে স্বাভাবিকভাবে উৎক্ষেপণ হয়। প্রথমধাপ বিচ্ছিন্ন হওয়ার পর ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্ট আপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি। প্রথম চেষ্টা ভেস্তে যাওয়ার পর বলছে, যত দ্রুত সম্ভব দ্বিতীয়বার উৎক্ষেপণের চেষ্টা করবে পিয়ংইয়ং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।