ডেস্ক রিপোর্ট:আগামী আগস্টে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এই সফরের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাগতিক বোর্ডের সুযোগ-সুবিধা দেখতেই নিয়মিত রুটিনের অংশ হিসেবে নিউ জিল্যান্ডের তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দলে রয়েছেন নিউ জিল্যান্ড বোর্ডের নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন, নিরাপত্তা প্রধান গ্রেগ ম্যান, নিউ জিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ইভান জোন্স, লজিস্টিক ম্যানেজার রিয়ান ম্যুলার।
বুধবার সকালে প্রতিনিধি দল চলে যায় সিলেট। এদিন তারা সিলেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন। নিউ জিল্যান্ড এর আগে ঢাকা ও চট্টগ্রামে খেললেও সিলেটে কখনো খেলেনি। প্রথমবারের মতো সিলেটে ভেন্যু নির্ধারণ করায় নয়নাভিরাম সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেছে সফরকারীদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, সিলেটের মাঠ দেখার পর সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা।
নাফীস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তারা মাঠ পর্যবেক্ষণ করতে এসেছেন। আমরা এখনও ভেন্যু চূড়ান্ত করিনি। কিন্তু সিলেটে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। এখন পর্যন্ত তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এখানকার সুযোগ সুবিধায় সন্তুষ্ট। ভেন্যু চূড়ান্ত হলে অবশ্যই তাদেরকে আরও ভালো সুযোগ-সুবিধা দেবো। বাংলাদেশ সব সময়ই ভালো আয়োজক। আশা করছি, সেই ধারাবাহিকতা এই সফরেও থাকবে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।