স্পেনে আগাম নির্বাচনের ডাক দিলেন প্রধানমন্ত্রী সানচেজ
৩১ মে ২০২৩, ০৩:১৯ অপরাহ্ণ

লন্ডন প্রতিনিধি: স্পেনে আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ২৩ জুলাই হবে নির্বাচন।
স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে সানচেজের সোশ্যালিস্ট স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) খারাপ করার একদিন পর সোমবার এ ঘোষণা আসে।
টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশ্যে সানচেজ বলেন, ‘গতকালের নির্বাচনের ফলাফল দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি’। তিনি বলেন, ‘যদিও গতকালের নির্বাচনটি ছিল স্থানীয় এবং আঞ্চলিক। তারপরও এতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে’।
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সানচেজ।