পৃথিবীতে ফিরলেন মার্কিন-সৌদি নভোচারীরা - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

পৃথিবীতে ফিরলেন মার্কিন-সৌদি নভোচারীরা

newsup
প্রকাশিত মে ৩১, ২০২৩
পৃথিবীতে ফিরলেন মার্কিন-সৌদি নভোচারীরা

যুক্তরাষ্ট্র অফিস: বেসরকারি মহাকাশযান ‘ক্রু ড্রাগন’-এ চড়ে দুই মার্কিন ও দুই সৌদি নভোচারীর একটি দল মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করেছেন। ৮ দিন মহাকাশে অবস্থানের পর মঙ্গলবার (৩০ মে) রাতে অবতরণ করেন তারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গবেষণার জন্য তারা কক্ষপথ যান।

আল জাজিরা জানিয়েছে, মিশন শেষে ফ্লোরিডার পানামা সিটির উপকূলে প্যারাস্যুটে চড়ে নেমে আসেন চার নভোচারী। ফিরতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টার মতো। ওয়েবকাস্টের মাধ্যমে পৃথিবীতে ফেরার দৃশ্য সরাসরি সম্প্রচার করে স্পেসএক্স ও অভিযানটির পৃষ্ঠপোষক এক্সিওম স্পেস।

চার জনের এই দলে ছিলেন ৩৪ বছরের সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি। তিনি পেশায় বিজ্ঞানী ও ক্যানসার স্টেমসেল গবেষক। সৌদির অপর নভোচারী ৩১ বছরের পাইলট আল আকরানি।

আরও ছিলেন নাসার সাবেক দুই মহাকাশচারী। একজন পেগি হুইটসটন (৬৩) এবং অন্যজন আলাস্কার জন শফনার (৬৭)। অবতরণের পর হুইটসটন বলেন, ‘এটি একটি অসাধারণ যাত্রা ছিল। আমরা সবাই উপভোগ করেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।