সামুদ্রিক নিরাপত্তা জোটে মার্কিন সঙ্গ ছাড়লো আমিরাত - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সামুদ্রিক নিরাপত্তা জোটে মার্কিন সঙ্গ ছাড়লো আমিরাত

newsup
প্রকাশিত মে ৩১, ২০২৩
সামুদ্রিক নিরাপত্তা জোটে মার্কিন সঙ্গ ছাড়লো আমিরাত

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা জোট থেকে দুই মাস আগে সদস্যপদ প্রত্যাহারের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৩১ মে) পারস্য উপসাগরীয় দেশটি এমন দাবি করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘অংশীদার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা মূল্যায়ন করে সম্মিলিত সামুদ্রিক জোট থেকে দুই মাস আগে সদস্যপদ প্রত্যাহার করা হয়েছে।’

মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংলাপ এবং কূটনৈতিক সম্পৃক্ততায় আবুধাবি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।