ডেস্ক রিপোর্ট: নারীদের প্রিমিয়ার লিগে একজন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও নয় দলের মধ্যে মাত্র তিনটি দল বিদেশি ক্রিকেটার এনেছে। মোহামেডানে খেলছেন নারী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা জম্মু-কাশ্মীরের ওপেনার জেসিয়া আক্তার। তার সেঞ্চুরিতেই বৃহস্পতিবার সিটি ক্লাবকে উড়িয়ে দিয়েছে মোহামেডান। জেসিয়া ছাড়াও রূপালী ব্যাংকে এসেছেন মহারাষ্ট্রের হয়ে খেলা মুক্তা রবীন্দ্র মাগরি। সিটি ক্লাব এনেছে কর্ণাটকের ফাস্ট বোলার প্রত্যুষা কুমারকে।
বিকেএসপিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মোহামেডান। ৫৪ রানে দুই ব্যাটার ফিরে যাওয়ার পর রুমানা আক্তারকে সঙ্গে নিয়ে জেসিয়ে গড়েন ১৫৭ রানের বিশাল জুটি। ১৪২ রান করে জান্নাতুল ফেরদৌস তিথির বলে জেসিয়া স্ট্যাম্পড হলে জুটি ভাঙে তাদের। ফেরার আগে ১০৪ বলে ১৫ চার ও ৮ ছক্কায় জেসিয়া নিজের ইনিংসটি সাজিয়েছেন।
জেসিয়ার আউটের এক ওভারের মধ্যে বিদায় নেন রুমানাও (৫৬)। তার আউটের পর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় মোহামেডান। শেষ দিকে সালমা খাতুনের ২৮ বলে ৩১ রানের ইনিংসে দাঁড়িয়ে মোহামেডান ৮ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।