লন্ডন প্রতিনিধি: ইউক্রেন ও দেশটির মিত্ররা বিশ্বনেতাদের নিয়ে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। তবে এই আয়োজনে রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হবে না। ইউক্রেনীয় প্রেসিডেন্টের এক সিনিয়র উপদেষ্টা ও ইউরোপীয় কূটনীতিকরা এমন তথ্য জানিয়েছেন। যুদ্ধ অবসানে কিয়েভের শর্তের প্রতি সমর্থন শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদমাদ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সম্মেলনের পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এই আয়োজনের প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মতো নেতার দৃঢ় সমর্থন রয়েছে। তিনি রাশিয়ার পক্ষ নেওয়া দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছেন। এমন দেশগুলোকে সম্মেলনে সুযোগ না দিলে যুদ্ধ নিয়ে অবস্থান নিতে অস্বীকৃতি জানাবে ফ্রান্স।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, সত্যিকার অর্থে শান্তিতে বসবাসে আগ্রহী সভ্য বিশ্বকে নিয়ে একটি ঐক্যবদ্ধ পরিকল্পনা চাই আমরা। রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা সম্ভব নয় যতক্ষণ দেশটির সেনারা ইউক্রেনে অবস্থান করছে। ভূখণ্ডগত কোনও ছাড় দেবে না ইউক্রেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।