নিম্নকক্ষে যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়ানোর বিল পাস - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

নিম্নকক্ষে যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়ানোর বিল পাস

newsup
প্রকাশিত জুন ১, ২০২৩
নিম্নকক্ষে যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়ানোর বিল পাস

যুক্তরাষ্ট্র অফিস: অবশেষে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটনের ঋণসীমা অস্থায়ীভাবে স্থগিত রাখা হবে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠদের ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বুধবার (৩১ মে) বিলটি পাস হয়।

প্রতিনিধি পরিষদে ৩১৪টি ভোট পড়ে বিলের পক্ষে, বিপক্ষে ছিল ১১৭ ভোট। মার্কিন পার্লামেন্টের সিনেটে এবার বিলটি পাস হওয়ার অপেক্ষা। আর তা না হলে সরকারকে দেউলিয়া ঘোষণা করতে হবে ক্ষমতাধর দেশটির।

বিল পাসের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ ও অর্থনীতির জন্য এটি সুখবর। যত দ্রুত সম্ভব সিনেটকে বিলটি পাস করার আহ্বান জানাচ্ছি।’

প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ঋণ সীমা স্থগিত থাকবে। আগামী দুই বছরের বাজেটে ব্যয় কমানো, কোভিড তহবিলে থাকা অব্যবহৃত অর্থ অন্য খাতে ব্যবহার, জ্বালানিখাতে ব্যয় বৃদ্ধি এবং দরিদ্রদের জন্য খাদ্য সহায়তার বিষয়ে বলা হয়েছে বিলটিতে। ফেডারেল সরকারের ঋণ সীমা বাড়াতে শনিবার (২৭ মে) সন্ধ্যায় অস্থায়ী চুক্তির মাধ্যমে বিল তৈরি করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের দুই নেতা জো বাইডেন ও কেভিন ম্যাকার্থি।

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছেন, ঋণ সীমা বাড়ানো না হলে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যেতে পারে। এমন হলে বাইডেন প্রশাসনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব সৃষ্টি হতো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।