- BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৪০, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

newsup
প্রকাশিত জুন ২, ২০২৩

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার অন্তর্ভুক্ত সাগরনাল ইউনিয়নের আওতাধীন দক্ষিণ সাগরনাল আঞ্চলিক শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০২জুন) বিকাল ৫:৩০ ঘটিকায় শাখার অস্থায়ী কার্যালয়ে এ কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক এম মারুফ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ সভাপতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক হুছাম উদ্দিন,প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সাইনুল,অর্থ সম্পাদক হাঃ রাশেদ মাছুম।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম রানু কে সভাপতি, রাসেল আহমদ কে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলাম অন্তর কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন,
সহ-সভাপতিঃ আব্দুস শুকুর,
সহ-সাধারণ সম্পাদকঃ তাজিম আহমদ,
সহ-সাংগঠনিক সম্পাদকঃ ফয়জুর রহমান,
প্রচার সম্পাদকঃ নাহিদ আহমদ,
সহ-প্রচার সম্পাদকঃমাহির আহমদ,
অর্থ সম্পাদকঃ জীবার আলী,
অফিস সম্পাদকঃ নাইম আহমদ,
সহ-অফিস সম্পাদকঃ হাছান আহমদ,
প্রশিক্ষণ সম্পাদকঃ মারুফ আহমদ,
সহ-প্রশিক্ষণঃ হাছান আহমদ,
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ ফয়ছল ইসলাম শাহী,
সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ রাব্বি আহমদ,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মাহফুজ হাছান,
সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ তামজীদ আহমদ,

সদস্যঃ তাহমিন হোসেন,রায়হান আহমদ,ফাহিম আহমদ,বালাদ আহমদ,কামরুল আহমদ,জেবুল আহমদ,হাছান আহমদ,বাবলু আহমদ,আরাব আহমদ,ফায়েক আহমদ,জামিল আহমদ,রাফি আহমদ,হোসাইন আহমদ,লুৎফর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।