ডেস্ক রিপোর্ট: চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে আগামীকাল রবিবার (৪ জুন) বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় চা দিবস’ উদযাপন করা হবে। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ প্রদান করা হবে। আটটি ক্যাটাগরিতে ৮ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই পুরস্কার।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর চা শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন, চা শ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চায়ের রাজধানী বলে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।