ডেস্ক রিপোর্ট: সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করেন। এই মাস পর্যন্ত সময় দিচ্ছি। যদি এখনও গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চান, তাহলে আমরা সিদ্ধান্ত নেবো কীভাবে আপনাদের বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।
শনিবার (৩ জুন) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘লুটপাট, দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। নিজেদের পকেট ভরার জন্য আরেকটা বাজেট করেছে। আয় না থাকলেও জনগণকে ২ হাজার টাকা দিতে হবে।’
তিনি বলেন, ‘এমনিতেই গ্যাস, বিদ্যুৎ, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা, তার ওপর নতুন বাজেটে নতুন করে সাধারণ মানুষের পকেট কাটার ধান্দা করছে সরকার।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।