অ্যাশেজ সিরিজের দলেও জশ টাং - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

অ্যাশেজ সিরিজের দলেও জশ টাং

newsup
প্রকাশিত জুন ৩, ২০২৩
অ্যাশেজ সিরিজের দলেও জশ টাং

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা দলটার ওপরই ভরসা রাখলো ইংল্যান্ড। অপরিবর্তিত রেখে ঘোষণা করেছে অ্যাশেজের প্রথম দুই টেস্টের দল। সেখানে জায়গা ধরে রেখেছেন আইরিশদের বিপক্ষে অভিষেক করা পেসার জশ টাংও।

জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকায় এই দলটা মোটামুটি প্রত্যাশিতই ছিল।

দু’জনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ফিরতে পারেন। ফেরার সম্ভাবনা আছে মার্ক উডেরও। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে ছিলেন তিনি। ক্রিস ওকসও থাকায় বেন স্টোকসের দলে পেস বোলিং অপশন থাকছে ৭টি।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৬ জুন।

অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড, জশ টাং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।