যুক্তরাষ্ট্র অফিস: ঋণসীমা বাড়ানোর বিল পাস হলো মার্কিন কংগ্রেসে। এর মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেলো বিশ্বের বৃহত্তম অর্থনীতির রাষ্ট্রটি। নিম্নকক্ষে পাসের পরের দিনই বৃহস্পতিবার (১ জুন) রাতে পার্লামেন্টের উচ্চকক্ষ বা সিনেটে ৬৩ ভোট পেয়ে বিলটি পাস হয়। বিপরীতে ভোট ছিলো ৩৬টি।
বিলটিতে ১১টি সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন সিনেট সদস্যরা। তবে এর কোনোটিই গ্রহণ করা হয়নি। ১০০ সদস্যের সিনেটে বিল পাস হতে প্রয়োজন ছিল ৬০টি ভোট। বিলটির পক্ষে ডেমোক্র্যাট দলের ৪৪ জন, ১৭ জন রিপাবলিকান ও স্বাধীনভাবে ভোট দিয়েছেন ২ জন সদস্য।
এখন বিলটিতে শুধু প্রেসিডেন্টের সই করা বাকি। যুক্তরাষ্ট্রের ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে। অর্থনীতিকে সচল রাখতে এই ঋণের সীমা বাড়ানো প্রয়োজন ছিল। বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করার পর আইনে পরিণত হবে। অর্থনীতির সংকটে পড়ার আশঙ্কা দূর হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।