নিউইয়র্কের এস্টোরিয়ায় বাঙ্গালির গুলিতে আরেক বাঙ্গালি আহত - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

নিউইয়র্কের এস্টোরিয়ায় বাঙ্গালির গুলিতে আরেক বাঙ্গালি আহত

banglanewsus.com
প্রকাশিত জুন ৩, ২০২৩
নিউইয়র্কের এস্টোরিয়ায় বাঙ্গালির গুলিতে আরেক বাঙ্গালি আহত

নিউইয়র্কের এস্টোরিয়ায় বাঙ্গালির গুলিতে আরেক বাঙ্গালি আহত
কামরুল হাসান মুন্না :

শনিবার (৩জুন ২০২৩) বিকাল ৫ টার সময় নিউইয়র্কের ৩৬ এভিনিউয়ের বৈশাখী রেস্টুরেন্টে ডুকে রেস্টুরেন্টে কর্মরত ম্যানেজার ফুহাদকে লক্ষ করে দুই রাউন্ড দুর্বৃত্ত ।

দুই রাউন্ড গুলির একটি ফুহাদের উরুতে লাগলেও আরেক রাউন্ড গুলি রেস্টুরেন্টের ভিতরে গ্লাসে লেগে গ্লাস ভেঙ্গে গেলে তার লক্ষ ভ্রস্ট হয় ।

রেস্টুরেন্টে থাকা কাস্টমাররা পুলিশকে কল দিলে পুলিশ এসে ফুহাদ কে এম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু পুলিশ আসার আগেই দূর্বিত্ত্য গুলি করে পালিয়ে যায়।

ঘটনাস্থলে আপাতত পুলিশ এসে রেস্টুরেন্ট আর গ্রসারী স্টোর বন্ধ করে দিয়ে দিয়েছে, প্রতিবেদন লেখা পর্যন্ত কোন স্টেইটমেন্ট দেয় নি নিউইয়র্ক পুলিশ ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।