ডলার প্রাপ্তির ওপর নির্ভর করছে মার্তিনেজের ঢাকা সফর! - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ডলার প্রাপ্তির ওপর নির্ভর করছে মার্তিনেজের ঢাকা সফর!

newsup
প্রকাশিত জুন ৫, ২০২৩
ডলার প্রাপ্তির ওপর নির্ভর করছে মার্তিনেজের ঢাকা সফর!

ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ঢাকা সফরের কথা আগামী ৩ জুলাই। কিন্তু ডলার সংকটে তার সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে!

মূলত মার্তিনেজকে ২৪ ঘণ্টার জন্য ঢাকায় আনতে যে পরিমাণ ডলার প্রয়োজন, সেটি বৈধ ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে জটিলতার পাশাপাশি দেখা দিয়েছে দীর্ঘসূত্রতাও। তাই বিশ্বকাপজয়ী তারকার সফর সংক্ষিপ্ত করার কথা ভাবা হচ্ছে। এর মূল উদ্যোক্তা কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত এমন তথ্য দিয়েছেন।

এরপরও আপাতত কয়েক ঘণ্টার জন্য হলেও মার্তিনেজকে শুভেচ্ছাদূত করে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য স্থানীয় ব্যয় বাদ দিয়ে অন্তত ২৫ হাজার ডলার প্রয়োজন। শতদ্রু দত্ত ঢাকায় এসে স্পন্সরদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বৈধ ব্যাংকিং চ্যানেলে ২৫ হাজার ডলার পাঠানোর নিশ্চয়তা পেলেই মার্টিনেজের ঢাকা সফর নিশ্চিত করা যাবে। শতদ্রু দত্ত বলেছেন, ‘মার্তিনেজকে ঢাকায় ২৪ ঘণ্টার জন্য আনতে চেয়েছিলাম। কিন্তু ডলার সংকটের কারণে তা হচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।