স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ফাইনালে ভারত। গতবার নিউ জিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হওয়া দলটি আইসিসি ট্রফি খরা ঘুচানোর আরেকটি সুযোগ পেয়েছে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে হতাশা দূর করতে চায় তারা। বুধবার দ্য ওভালে টস হয়ে গেলো, জিতে ফিল্ডিং নিয়েছেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স টসের মুদ্রা ছোঁড়েন। রোহিত হেড কল করেন এবং তার পক্ষেই যায় টস। ঘাসের উইকেটে ফিল্ডিং নেওয়াই সমীচীন মনে করেছেন তিনি।
পেসারদের স্বর্গ হিসেবেই ধরা হচ্ছে এই উইকেট। তাই চার ফাস্ট বোলারকে নিয়ে ভারত লড়াইয়ে নামছে। রবিচন্দ্রন অশ্বিন বাদ পড়েছেন। দলের স্বার্থে ‘ম্যাচ জয়ী’ স্পিনারকে বাইরে রাখতে হলো বলেন রোহিত। একমাত্র স্পিনার হিসেবে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ গতি তুলবেন বল হাতে। ব্যাটিংয়ে রোহিত ছাড়াও আছেন শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে ও শ্রীকর ভারত।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।