যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমান রাশিয়ায় জরুরি অবতরণ নজরে রাখছে ওয়াশিংটন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১১, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমান রাশিয়ায় জরুরি অবতরণ নজরে রাখছে ওয়াশিংটন

newsup
প্রকাশিত জুন ৭, ২০২৩
যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমান রাশিয়ায় জরুরি অবতরণ নজরে রাখছে ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র অফিস: ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে রাশিয়ায় জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকোগামী একটি বিমান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল মঙ্গলবার বলেন, ‘আমরা জানি যুক্তরাষ্ট্রগামী একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। আমরা পরিস্থিতি নজর রাখছি। যদিও আমি জানি না, ওই বিমানে আমেরিকার কতজন নাগরিক ছিলেন।’

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সান ফ্রান্সিসকোগামী এআই১৭৩- তে ২১৬ জন যাত্রী ছিলেন। পাইলট, সহকারী পাইলট এবং বিমানকর্মীসহ আরও ১৬ জন ছিলেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন।

টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানির কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, ইঞ্জিন ত্রুটির কারণে রাশিয়ার মাগদানে অবতরণ করানো হয় উড়োজাহাজটি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বেদান্ত প্যাটেল বলেন, ‘এয়ার ইন্ডিয়ার বিবৃতি দেখে যা বুঝতে পেরেছি, একটি বিকল্প বিমানে যাত্রীদের সান ফ্রান্সিসকোয় পৌঁছে দেওয়া হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।