সোলেমান হোসেন চুন্নু সিলেট বু্্যরো: ছাতকে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের গ্রাহক সেবায় চালু করা হয়েছে দ্রুত টাকা জমা দেওয়ার সিআরএম মেশিন। যার মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘন্টা টাকা জমা প্রদান এবং টাকা উত্তোলন করতে পারবেন। এই মেশিনের মাধ্যমে টাকা জমা দেওয়ার সাথে সাথে টাকা একাউন্টে জমা হয়ে যায় এবং জমা নিশ্চিত করে রশিদ প্রদান করে মেশিন টি।
মেশিনের মাধ্যমে টাকা জমা,উত্তোলন, ক্রেডিট কার্ডের বিল প্রদান,ফান্ড ট্রান্সফার,ব্যালেন্স অনুসন্ধানও করা যায় । ডাচ্ বাংলা ব্যাংক ছাতক উপজেলার মধ্যে ছাতক শহর, গোবিন্দগঞ্জ ও জাউয়া বাজারে ৬ টি ফাস্ট ট্র্যাক এবং ছাতক ও গোবিন্দগঞ্জ শাখায় এই সুবিধা প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার থেকে ডাচ্ বাংলা ব্যাংক ছাতক শাখায় সিআরএম মেশিন চালু করা হয়েছে। বাব্যবসায়ীরা যেকোন সময় তাদের প্রয়োজন অনুসারে সারা দেশের ডাচ্ বাংলা ব্যাংকেরএকাউন্ট,রকেট একাউন্ট ও এজেন্ট ব্যাংকিং একাউন্টে কোন চার্জ ছাড়া টাকা জমা করতে পারবেন ।
সিআরএম মেশিনে সহজে টাকা জমা,উত্তোলন ও স্থানান্তর করা যায়। এমনকি সরকারি বন্ধের দিনেও টাকা জমা দানের সুবিধা প্রদান করে এই মেশিন।
ছাতক শাখার ম্যানেজার জহির আহমদ চৌধুরী জানান, গ্রাহকদের সুবিধা বিবেচনা করে ডাচ্ বাংলা ব্যাংক সারা বছর ২৪ ঘন্টা এই সুবিধা প্রদান করবে। তিনি জানান,এ ব্যাপারে গ্রাহকদের সহযোগিতা করার জন্যে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা সর্বদা প্রস্তুত রয়েছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।