বিশ্বকাপের ম্যাচ আহমেদাবাদে খেলবে না পাকিস্তান

Daily Ajker Sylhet

newsup

০৮ জুন ২০২৩, ০২:২৭ অপরাহ্ণ


বিশ্বকাপের ম্যাচ আহমেদাবাদে খেলবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। চলছে দেনদরবার। সর্বশেষ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা বিশ্বকাপের ম্যাচগুলো আহমেদাবাদে খেলতে চায় না।

ভারতের বার্তা সংস্থা পিটিআই সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসকে বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন। সূত্রটি বলেছে, ‘বার্কলে ও অ্যালার্ডিসকে পিসিবি প্রধান জানিয়েছেন যে পাকিস্তান আহমেদাবাদে ম্যাচ খেলবে না। নকআউট পর্বের ম্যাচ যেমন ফাইনাল হলে সেটা ভিন্ন কথা।’

শেঠি নিজেদের পছন্দের ভেন্যুতে ম্যাচ আয়োজন করার অনুরোধ করেছেন বলে জানিয়েছে ওই সূত্র, ‘শেঠি আইসিসিকে অনুরোধ করেছেন ম্যাচগুলো চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতায় আয়োজন করার জন্য। অবশ্য তারা এটাও বলেছে টুর্নামেন্টে অংশগ্রহণ নির্ভর করছে পাকিস্তান সরকারের সবুজ সংকেতের ওপর।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।