মেসির ঘোষণায় ইনস্টাগ্রামে ৩ মিলিয়নের বেশি ফলোয়ার পেয়েছে মিয়ামি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:১৫, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মেসির ঘোষণায় ইনস্টাগ্রামে ৩ মিলিয়নের বেশি ফলোয়ার পেয়েছে মিয়ামি

newsup
প্রকাশিত জুন ৮, ২০২৩
মেসির ঘোষণায় ইনস্টাগ্রামে ৩ মিলিয়নের বেশি ফলোয়ার পেয়েছে মিয়ামি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির ক্লাব ছেড়ে যাওয়ার খবরে ক্ষতিটা হয়েছিল পিএসজির। গত এক সপ্তাহে ইনস্টাগ্রামে প্রায় আট লাখ ফলোয়ার হারিয়েছে। তবে মেসির আসার খবরে লাভটা হচ্ছে ইন্টার মিয়ামির। ২৪ ঘণ্টার ব্যবধানে ৯ লাখ থেকে ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪.৫ মিলিয়ন তথা ৪৫ লাখ!

সাতবারের ব্যালন ডি’অর জয়ী ‘মেসি’ নামের যে কত বড় প্রভাব সেটা টের পেয়েছিল তার সাবেক ক্লাব পিএসজিও। লিগ ওয়ান ক্লাবটিতে ২০২১ সালে যোগ দেওয়ার পরই সপ্তাহের ব্যবধানে সোশ্যাল মিডিয়ায় ৫.৬ মিলিয়ন ফলোয়ার পেয়েছিল পিএসজি। সব মিলে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় ১৫ মিলিয়নে! তাতে ইনস্টাগ্রামে ফরাসি সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ারে রেকর্ড গড়ে তারা।

ইন্টার মিয়ামিতেও ব্যাপারটা হয়েছে অবিশ্বাস্যভাবে। মেসির ঘোষণা আসার ১২ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাবটি ইনস্টগ্রামে ফলোয়ার পায় ১ মিলিয়ন! ইউএসএ টুডের দেওয়া তথ্য অনুযায়ী মেসির আসার খবরে ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন থেকে বেড়ে ৪.৫ মিলিয়নে দাঁড়িয়েছে। মেসির ঘোষণার আগে মেজর লিগ সকার ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার ছিল এলএ গ্যালাক্সির- ১.৪ মিলিয়ন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।