মিয়ামিতে যাচ্ছেন বুশকেটস
০৮ জুন ২০২৩, ০২:২৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইউরোপিয়ান লিগগুলোর মতো সেই জৌলুশ নেই। তাই ক্যারিয়ারের শেষটায় বুড়িয়ে যাওয়া ফুটবলাররা শেষ ঠিকানা হিসেবে পাড়ি দেন আটলান্টিক। মেসিও সেই পথেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই পথ ধরে মেসির সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুশকেটসও নাকি ইন্টার মিয়ামিতে যাওয়ার পরিকল্পনা করছেন! ইএসপিএন সূত্রের বরাত দিয়ে বলছে, ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটির সঙ্গে আলোচনা চলছে ৩৪ বছর ডিফেন্সিভ মিডফিল্ডারের।
গত মাসেই বুশকেটস জানিয়ে দিয়েছেন, ৩০ জুন মৌসুম শেষের পর বার্সার সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। তার পর থেকে তিনটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তার। ইন্টার মিয়ামি ছাড়া সৌদি ক্লাব আল হিলাল এবং আল নাসরের সঙ্গেও তার কথা হচ্ছে। সূত্র বলছে শেষ গন্তব্য এই তিনটি ক্লাবের যে কোনও একটি হতে যাচ্ছে।
তবে এটাও শোনা যাচ্ছে, সৌদি ক্লাব বেছে না নিয়ে মেসির মিয়ামিতে যাওয়ার খবর বুশকেটসকে প্রভাবিত করতে পারে। ফলে সেটা মিয়ামিতে যাওয়ার পক্ষেই কাজ করবে বলে ধারণা। কারণ বার্সায় এক দশকেরও বেশি সময় খেলেছেন তারা। খেলোয়াড়ী জীবনের বাইরে একে অপরের ঘনিষ্ঠ বন্ধুও। সাম্প্রতিক সময়েও তার সঙ্গে মেসির দেখা হয়েছে।