ডেস্ক নিউজ: আমের ছড়াছড়ি এখন বাজারে। গ্রীষ্মের রসালো ফলটি দিয়ে বিভিন্ন ডেসার্ট বানিয়ে ফেলার এখনই সময়। মজাদার আমের পায়েস বানিয়ে ফেলতে পারেন সহজ উপায়ে। জেনে নিন রেসিপি।
যা যা লাগবে:
১ লিটার দুধ
১ কাপ পাকা আম
১ কাপ পোলাওয়ের চাল
সামান্য এলাচের গুঁড়া
স্বাদ মতো চিনি
যেভাবে রান্না করবেন
চাল ধুয়ে ১ কাপ পানি দিয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিন বাতাসে। দুধ বসান চুলায়। দুধ কিছুটা ফুটে আসার পর চাল দিয়ে নাড়তে থাকুন। দুধ ফুটে উঠলে স্বাদ মতো চিনি দিন। আমের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে মিহি করে তারপর দুধের মধ্যে দিয়ে দিন। আঁশ আছে এমন আম নেবেন না। চাল সেদ্ধ হয়ে ঘন হলে এলাচের গুঁড়া মিশিয়ে নেড়ে নামিয়ে নিন। কিশমিশ, বাদাম ও আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।