দাবানলের প্রভাব যুক্তরাষ্ট্রের ১২ রাজ্যে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪২, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দাবানলের প্রভাব যুক্তরাষ্ট্রের ১২ রাজ্যে

newsup
প্রকাশিত জুন ১৩, ২০২৩
দাবানলের প্রভাব যুক্তরাষ্ট্রের ১২ রাজ্যে

নিউইয়র্ক প্রতিনিধি: কানাডার ভয়াবহ দাবানলের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অন্তত ১২টি অঙ্গরাজ্যে। ধোঁয়ায় ছেয়ে গেছে উত্তর-পূর্বাঞ্চলসহ পশ্চিমের শিকাগো ও দক্ষিণের আটলান্টার বিস্তীর্ণ অঞ্চল। নজিরবিহীন এ বায়ুদূষণের কারণে জরুরি সতর্কতা জারির আওতায় পড়েছে দেশটির ১০ কোটি মানুষ।

গত কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। মূলত দেশটির কুইবেক প্রদেশের দেড় শতাধিক স্থানে আগুন জ্বলছে। নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চলছে। কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছে না আগুন। দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরেন্টো, অন্টারিও ও কুইবেকের বিভিন্ন এলাকা।

এরই মধ্যে দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া চলে গেছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রেও। এমনকি দাবানলের এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাটেও। সেখানকার বাতাসকে দূষিত ও অস্বাস্থ্যকর বলে জানিয়েছেন পরিবেশবিদরা।

গেল কয়েকদিন ধরেই দাবানলের ধোঁয়ায় নজিরবিহীন বায়ুদূষণের কবলে গোটা নিউইয়র্ক। বাড়িঘর, আকাশচুম্বী ভবন সবই ঢাকা পড়েছে ধোঁয়ার চাদরে। আর এতেই নাকাল নিউইয়র্ক নগরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।